কয়রা(খুলনা)প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, মোঃ গোলাম রব্বানী, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, মোঃ জাহিদুর ইসলাম, ফারুক আজম প্রমুখ। মাবনবন্ধনে বক্তরা সাংবাদিক তুহিন সহ সকল নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়। এ সময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।