২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:০৬

শিরোনাম

সুন্দরবনে বিষ দিয়ে ধরা দেড় হাজার কেজি চিংড়ি মাছ জব্দ; আটক ৯

প্রকাশিত: জুলাই ১, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনের নিষিদ্ধ এলাকার খালে বিষ দিয়ে শিকার করা প্রায় দেড় হাজার কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। এ সময় ৯ জনকে ধরে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে স্থানীয়রা।

বৃহস্পতিবার ভোরে খুলনার কয়রা উপজেলার মাদারবাড়িয়া বটতলা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের স্থানীয় মহারাজপুর ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকটি নছিমনে করে মাছ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে সেখানে গিয়ে চিংড়িমাছ বোঝাই চারটি নছিমন জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিস এবং স্থানীয় প্রশাসনকে এ ঘটনা জানানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তিতে জানা গেছে মাছগুলো সুন্দরবনের মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের। তার নির্দেশে এ মাছ আড়তে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

১ জুন থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সেখানে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ব্যবসায়ীরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছেন।

  • শেয়ার করুন