প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২
কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ
ধরার অভিযোগে অবৈধ নিষিদ্ধ ভেশাল জাল, ভারতীয় কীটনাশক সহ ৩টি নৌকা আটক করেছে বন বিভাগ। জানা যায় গত বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম ও আদাচাই বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা
সুলজ কুমার দীপের নেতৃত্বে অভিযান চালিয়ে আদাচাই টহল ফাড়ির বুড়বুড়ি খাল এলাকা থেকে অবৈধ ভেশাল জাল, মাছ ধরার কীটনাশক, হরিণ ধরার ফাদ সহ ৩ টি নৌকা আটক করে। অভিযান খবর পেয়ে মাছ ধরা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।