১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:০২

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আটক-৩

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনে হরিণ শিকারের
অভিযোগে ৩ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণের মাংস নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে হরিণ শিকারীদের কাছ থেকে হরিণ শিকার করার ফাদ, রক্তমাখা বস্তা উদ্ধার সহ ১ টি নৌকা আটক করা হয়। জানা যায় ৩ ডিসেম্বর রাত ১১ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের দিক নিদের্শনায় গেওয়াখালী বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে আলকীর মেধের হংসরাজ খাল
এলাকা থেকে হারিণের ফাদ ও আলামত সহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কয়রা উপজেলার বিনাপানি গ্রামের মাহমুদুল্যাহ (২৫), রিপন সানা (২৭) ও জোড়শিং পাতাখালী গ্রামের মোহসীন গাজী (৩৯)। খুলনা রেঞ্জেন সহকারি বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন
আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন