২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:১৭

কয়রায় খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের বিরুদ্ধে হয়রানীর প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: মে ৬, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় খান সাহেব কোমর
উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.চয়ন কুমার রায়ের বিরুদ্ধে
হয়রানীর প্রতিবাদে কলেজের সামনে ও চন্ডিপুর ইউনাইটেড
মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ মে সকাল ৮ টায় চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক
বিদ্যালয়ের সামনে ও সকাল ১০ টায় কলেজের সামনে এই দুটি
প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী এই
প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে বক্তরা
বলেন, গত ২৯ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় খান সাহেব
কোমর উদ্দীন কলেজের মুল ফটকের সামনে একটি ষড়যন্ত্রমুলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐ মানববন্ধনে অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষক নিয়োগ বাণিজ্য,জমির বায়না বাবদ ভূয়া ভাউচার তৈরী, শিক্ষকদের বোনাসের ভূয়া ভাউচার তৈরি, কলেজ ফন্ডের টাকা আত্মসাৎ, কর্মচারীদের নামীয় লোন আত্মসাৎ, ভূয়া সার্টিফিকেট তৈরী সহ নানা অনিয়মের অভিযোগে আনা হয়।

মানববন্ধনে যে সকল তথ্য উপাস্থপন করা হয় তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এটা অধ্যক্ষকে হয়রানীর উদ্দেশ্য করা হয়েছে। এ ব্যাপারে খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায় বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর দেখি কলেজের অর্থনৈতিক
বিষয়ে কোন স্বচ্ছতা নাই এবং জবাবদিহিতা নাই। এ ব্যাপারে
যখনই আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলেছি তখন থেকেই
কলেজ পরিচালনা কমিটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারই রেশ ধরে আমাকে হয়রানী করা হচ্ছে। কলেজের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হাবিবুল্যাহ, কলেজের কর্মচারী বজলুর রহমান, অবিভাবক মহসিন রহমান, শিক্ষার্থী সুমন, আমির হোসেন। এদিকে চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রদিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন্দ্রনাথ বৈরাগী, শিক্ষক উত্তম কুমার বৈরাগী, অভিভাবক সদস্য নুরুর রহমান জেরা, দয়াময় ঢালী, অজিত কুমার সরদার শিক্ষার্থী রিমা আক্তার, বিনার মন্ডল প্রমুখ

  • শেয়ার করুন