কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাজা সহ মিঠুন কুমার মুন্ডা নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শ্যমনগর উপজেলার গাবুরা গ্রামের ভরত মুন্ডার পুত্র। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উত্তর বেদকাশি ইউনিয়নের কাচারীবাড়ি বাজার সংলগ্ন এলাকা হতে তাকে গাজা সহ আটক করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বুধবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সিআর মামলার ২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আটক করা হয়। আটকৃতরা হলেন নারানপুর গ্রামের শাহিনুর রহমান ও ২নং কয়রা গ্রামের ফারুক গাইন। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।