কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা এম এ হাসান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, এস,এম এ রউফ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার আহবায়ক গোলাম রব্বানী, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়, মোঃ আলাউদ্দিন, শিক্ষার্থী রুহান বিনতে রউফ প্রমুখ।