১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:৪৫

কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মৎস্য ঘের লুটপা‌টের অভিযোগে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌রির প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে উপজেলার আটরা গ্রা‌মের মৃত ছ‌বেদ আলী মোড়‌লের পুত্র মোঃ রিয়াছাদ আলী। শ‌নিবার (৯ ন‌ভেম্বর) বেলা ১১টায় কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেল‌নে জমির মালিকদের পক্ষে লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি বলেন , কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল ও ইলিয়াজ গাজীর ছেলে ইখলিয়াজ উদ্দীন লিটনকে বিগত ২০১৯ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত ৪০ বিঘা জমি হা‌রি‌তে লিজ দেয়। প্রতি বিঘা জমি ৫ হাজার টাকা হারিতে ডিড প্রদান করা হয়। অথচ হারি দেওয়ার  শুরু থে‌কে বিগত আওয়ামী সরকা‌রের সা‌বেক এম‌পি আক্তারুজ্জামান বাবুর প্রভাব দে‌খি‌য়ে কোন হা‌রি প‌রি‌শোধ না ক‌রে তারা মৎস্য ঘের করে থাকে। গত ৬ বছরে তাদের নিকট ১২ লক্ষ টাকা হারি পাওনা রয়েছে। এছাড়া ২০২৩ সালে তাদের ঘেরের ডিড শেষ হলেও ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তারা গায়ের জোরে ঘের দখলে রেখেছে। পরবর্তীতে হারির টাকা না পেয়ে  আমাদের নিজেদের জ‌মি আমরা অনুকূলে নিয়েছি। আমাদের জমি আমরা অনুকূলে নেওয়ার পর প্রতিপক্ষ মিজানুর রহমান আদালতে মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানি করছে। ঐ মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা কোন ঘের দখলের সাথে কোন প্রকার জড়িত ছিলনা। ঘের দখলের কোন ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষরা তাদের ফায়দা হাসিল করতে না পেরে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তদন্ত পূর্বক সঠিক তথ্য উদঘাটনের জন্য প্রশাস‌নের সহযোগিতা কামনা ক‌রা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন আবু দাউদ গাইন, আবুল কালাম, নুর ইসলাম, হোসেন আলী ও গাজী রহমান।
  • শেয়ার করুন