প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১
কয়রা প্রতিনিধিঃ কয়রায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচী এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ পালন করা হয়। গতকাল ৯ ডিসেম্বর সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার (রুমি)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এ্যাসোসিয়েট আফিসার তুষার কান্তি দাশ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহৎ উদ্যাগে আত্ন ত্যাগি মনভাব নিয়ে এগিয়ে এসেছেন কয়রা উপজেলার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর উপকার ভোগী নির্যাতিত নারী ও সমাজ উন্নয়নের সচেতন নারীরা। নির্যাতিত ও সমাজ সচেতন নারীরা যদি এভাবে তাদের কর্ম পরিকল্পনাকে অব্যাহত রেখে সমাজ এবং সমাজের মানুষের কল্যানে
কাজ করে যেতে পারে তাহলে আমাদের সমাজে নারীদের দাসত্তের শৃঙ্খলিত জীবনের অবসান ঘটবে যা আমাদের নারী সংগ্রামের অন্যতম অগ্রযাত্রা হিসাবে গন্য হবে তাদের এ সমাজ সচেতন
কর্মকান্ডে শুধুই উপজেলাবাুসি গর্বিত হননি বরং গর্বিত হয়েছেন উপস্থিত সকল নারীজাতি। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন ইউনিয়নের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।