প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২
কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ ভারতীয় কীটনাশক, নিষিদ্ধ ভেশালজাল সহ মাছ উদ্ধার
করা হয়। জানা যায় সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ গেওয়াখালী বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে
সোনামুখী নদীর ডাকাতিরখাল এলাকা থেকে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময়, অবৈধ কীটনাশক, নিষিদ্ধ জাল, চিংড়ি মাছ সহ ২ জেলেকে আটক করে। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার
জোড়শিং গ্রামের জেনারুল গাজী ও আমিরুল ইসলাম। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।