প্রকাশিত: মে ৮, ২০২৫
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ স্বর্গরাজ্য সুন্দরবনে মৎস্য নিধনের এক জঘন্য চিত্র ধরা পড়লো বন বিভাগের অভিযানে। বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার ব্যক্তিকে পাকড়াও করেছে স্মার্ট টিমের সদস্যরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে খুলনা রেঞ্জের ছোট মোল্লাখালী খাল এলাকায় অভিযান চালিয়ে এই অভিযুক্তদের আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, ধৃত জেলেরা হলেন কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের বাসিন্দা কবিরুল সানা, মাসুম সানা, হাবিবুল্যাহ শেখ এবং আঃ রশিদ। আটকের সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, দুই বোতল কীটনাশক এবং অবৈধ ভেশালী জাল জব্দ করা হয়েছে।
কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বিষাক্ত রাসায়নিকের ভয়াবহ প্রভাব এবং বন বিভাগের কঠোর নজরদারির একটি স্পষ্ট উদাহরণ। পরিবেশবাদীরা বলছেন, এই ধরনের কার্যকলাপ কেবল মাছের প্রজাতিকেই ধ্বংস করে না, বরং পুরো খাদ্য শৃঙ্খল এবং বাস্তুতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করে। বন বিভাগের এই তড়িৎ পদক্ষেপ সুন্দরবনের সম্পদ রক্ষায় একটি ইতিবাচক বার্তা বহন করে।