৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৪৪

শিরোনাম
কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আ’লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করায় সিপিপির উপ-পরিচালককে বদলি নিষেধাজ্ঞা শেষ আজ দুয়ার খুলছে সুন্দরবনের, জেলে পরিবারে সস্তির নিঃশ্বাস কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচনে কোন প্রকার অনিয়ম ও বিশৃংখলার চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

১৩ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কয়রা উপজেলার ৭ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা ও আচারণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে ফেইসবুক অথবা যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনের যথাযথ প্রয়োগে দ্বিধাবোধ করবে না প্রশাসন। এই নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা হবে। তিনি সকল ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহম্মেদ, খুলনার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী, উপজেলার ৭ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীগণ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সংবাদকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন