১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৩১

সুন্দরবনে সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৯ জেলে আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ
নীলকোমল বন টহল ফঁাড়ির প্রবেশ নিষিদ্ধ ‘বন্ধের খাল’ এলাকায় মাছ ধরার অপরাধে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নষ্ট মাছ উদ্ধার করা হয়।

জানা যায় রবিবার রাত ৮ টার দিকে নীলকোমল বন টহল ফঁাড়ির দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শরোণখোলা উপজেলার শাহ আলম, নবী হোসেন, খোকন হাওলাদার, হাবিবুর রহমান, আবু হানিফ, সরোয়ার খঁা, কওছার শরিফ, ছানী ব্যাপারী ও মঠবাড়িয়া উপজেলার রাসেল গাজী।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন