৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৫১

কয়রায় দোকান ভাংচুর করে মালামাল লুট থানায় মামলা দায়ের

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তাবুনিয়া বাজারে মুজিবার ষ্টোর মুদি দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে গেছে দুবৃত্তরা। মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে দোকানের মালিক মুজিবুর রহমান তার পুত্র জোবায়ের সহ আরও ৩/৪ জনকে মারপিট করে
কুপিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে দোকানের মালিক মুজিবার রহমান বাদী হয়ে কয়রা থানায় ১০ জনকে আসামী করে
মামলা দায়ের করে যার মামলা নং-০২, তাং ০৩/১০/২০২৪খ্রিঃ।

মামলার বিবরনে জানা গেছে, ৩ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে শিমলারআইট গ্রামের নুর ইসলাম গাজীর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে তারা দোকানের মালিক মুজিবার রহমান, তার পুত্র জোবায়ের সহ আরও ৪ জনকে মারপিট সহ কুপিয়ে জখম করে। এর আগে দোকানের মালিক মুজিবার রহমানের নিকট নুর ইসলাম গাজী গংরা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা এই তান্ডব লিলা চালায়। নুর ইসলাম গাজী গংরা সবাই আওয়ামীলীগ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা। বিগত দিনে তারা সন্ত্রাসি কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এতে করে দোকান মালিক মুজিবার রহমানের আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

  • শেয়ার করুন