প্রকাশিত: জুলাই ৯, ২০২৫
জানা গেছে, খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃত নৌকা থেকে দুটি অবৈধ ভেশাল জাল এবং দুই বোতল কীটনাশকও উদ্ধার করা হয়েছে।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বিষাক্ত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।